আগামীকাল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, রিভিউ ও স্ক্রুটিনির বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ
Parliament releases notification for Higher Secondary results, review and scrutiny tomorrow

Truth Of Bengal: অপেক্ষার অবসান হতে চলেছে। রাত পোহালেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীদের মনে উত্তেজনা ও টেনশন তুঙ্গে। ফল আশানুরূপ না হলে কী করবেন, তা নিয়ে চিন্তায় অনেকেই। এই পরিস্থিতিতে একদিন আগেই রিভিউ ও স্ক্রুটিনির নিয়ম-কানুন জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সোমবার সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, তৎকাল রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন নেওয়া হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর জন্য স্ক্রুটিনিতে ৬০০ টাকা ও রিভিউয়ের জন্য প্রতি বিষয়ে ৮০০ টাকা খরচ হবে।
এছাড়াও, সাধারণ রিভিউ ও স্ক্রুটিনির জন্য সময়সীমা থাকছে ৮ মে থেকে ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সাধারণ পদ্ধতিতে স্ক্রুটিনির জন্য দিতে হবে ১৫০ টাকা ও রিভিউয়ের জন্য ২০০ টাকা প্রতি বিষয়ে। রিভিউ করা যাবে সর্বাধিক দুটি বিষয়ে।
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। গুরুত্বপূর্ণ বিষয় হল, রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করলে আর আরটিআই করা যাবে না।
সংসদ জানিয়েছে, প্রতিবছর বহু পরীক্ষার্থী ফল নিয়ে অসন্তুষ্ট হয়ে রিভিউ, স্ক্রুটিনি এবং শেষমেশ আরটিআই করেন। এতে অনেক সময় নম্বর বাড়ে, আবার কমেও যায়। এই জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়াতেই এবার রিভিউ বা স্ক্রুটিনির পর আরটিআইয়ের সুযোগ বন্ধ করা হল।
ফলাফল ঘিরে উত্তেজনার মধ্যেই এই নতুন নিয়ম জেনে অনেক ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য।