কলকাতা

পহেলগাঁও হামলা নিয়ে সরব অভিষেক: পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের দাবি

Pahalgam attack: Abhishek Bachchan demands recapture of PoK

Truth of Bengal: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এবার আরও কঠোর পদক্ষেপের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে অভিষেক সরাসরি পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের ডাক দিলেন। পাশাপাশি, তিনি কেন্দ্রীয় সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন।

এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন বৈদ্যুতিন সংবাদমাধ্যম এবং কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তার গাফিলতি নিয়ে সঠিক তদন্ত না করে একটি নির্দিষ্ট ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে।”

তিনি আরও লেখেন, “এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। এবার সময় এসেছে ওদের নিজের ভাষায় জবাব দেওয়ার। পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগাঁওয়ের এক রিসর্টে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধর্মীয় পরিচয় দেখে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয় সূত্রের খবর, জঙ্গিরা সেনার পোশাক পরে এসেছিল এবং প্রায় ৪০ রাউন্ড গুলি চালায়। হামলায় মূলত অমুসলিমরা নিশানা হন। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে, হামলায় যুক্ত অধিকাংশ জঙ্গি বিদেশি নাগরিক।

ইতিমধ্যেই চার জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। তবে এই হামলার পর রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Related Articles