কলকাতারাজনীতি
Trending

আবার নেতিবাচক মানসিকতার পরিচয়! আমন্ত্রণ সত্ত্বেও থাকল না বিরোধীরা

Opposition leaders were not present at the West Bengal Day meeting

The Truth of Bengal: সব দলের মতামত নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় রাজ্য সরকার। সেই ইতিবাচক মানসিকতা থেকে আলোচনার জন্য সব দলকে নবান্নে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্নের সেই বৈঠকে হাজির হল না রাজ্যের কোন বিরোধী রাজনৈতিক দল। একমাত্র এসইউসিআই পার্টির এক প্রতিনিধি এই সর্বদল বৈঠকে হাজির ছিলেন। তার আগে সিপিএম কংগ্রেস ও বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তারা এই বৈঠকে থাকছেন না বলে। এখানেই প্রশ্ন উঠছে, কেন বিরোধীরা মুখ্যমন্ত্রীর ঢাকা বৈঠকে থাকল না?

এই বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরকারকে নিশানা করে বলে কেন সর্বদল বৈঠক ডাকছে না প্রশাসন। যা নিয়ে বিভিন্ন ভাবে সরকারের ওপর চাপ তৈরি করা হয়। অতীতে বারবার দেখা গিয়েছে সেই ঘটনা। রাজ্যের আবেগের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস বিষয়টি দিন নির্ধারণ করার জন্য সব দলের মতামত চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐকমত্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসের তারিখ নির্ধারণ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ডাকে সাড়া না দিয়ে নেতিবাচক মানসিকতার পরিচয় দিল বিরোধী রাজনৈতিক দলগুলি।

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নানা সময়ে নানা কথা উঠেছে। রাজ্য বিজেপি ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে। খোদ রাজ্যপাল এবছর রাজভবনে দিনটি পালন করেছিলেন। এনিয়ে আপত্তি করেছিল রাজ্য সরকার। ১৯৪৭ সালের ২০ জুন অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে দুই বাংলা ভাগের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। তাই দিনটি বাংলার ইতিহাসে ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে আছে। বাঙালির ইতিহাস কিংবা সংস্কৃতিতে এমন দিনের বিশেষ গুরুত্ব আগে ছিল না।

আজও সেই যন্ত্রণাময় ইতিহাস কুরে কুরে খায় শিকড় বিচ্ছিন্ন মানুষদের। ইংরেজ চলে গেলেও তাদের টেনে যাওয়া বিভাজনের ক্ষত রয়ে গিয়েছে। তাই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। তাই সেই দিনটিকে রাজভবনের বঙ্গ দিবস পালন ঘিরে তীব্র আপত্তি করেছিল রাজ্য সরকার।  বদলে অন্য দিন নিরধারোন করতে চায় সরকার। সেই জন্য সব দলের মতামত নিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিল না বিরোধীরা।

 

Related Articles