কলকাতা

“একমাত্র বিজেপি পারবে সুশাসন আনতে” সল্টলেকে বাজপেয়ীর জন্ম শতবর্ষে বক্তব্য সুকান্তের

"Only BJP can bring good governance" Sukante's speech on bajpayee's birth centenary in Saltlake

Truth of Bengal: আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন বিজিপি পার্টি অফিস গুলিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে বাজপেয়ীকে। আজ কলকাতার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ বিভিন্ন বিজেপি নেতৃবর্গ।  তাঁরা সকলেই বাজপেয়ীর উদেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ও মাল্যদান করেছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “বাজপেয়ীর অসম্পূর্ণ স্বপ্নকে আমাদের সম্পন্ন করতে হবে, ২৬ এ ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরী করতে হবে।

সকলে নিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। আমরা সবাই লড়াই করে ২৬এ ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করব। আজ সু-শাসনের দিন আমরা এই প্রতিজ্ঞা করছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি পশ্চিমবঙ্গে সু-শাসন কবে আসবে”? তিনি আরও জানান এই সরকারের ১৩ বছরেও সু-শাসন আসেনি আর তার আগে ৩৪ বছরেও আসেনি”।

প্রসঙ্গত, আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্ম শত বর্ষ। আজ দেশের প্রায় সমস্ত জায়গাতেই বিজেপি পার্টি ছাড়াও অন্যান্য পার্টির তরফ থেকে তাকে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রদ্ধা জানিয়েছেন বাজপেয়ীকে। আজ দেশ জুড়ে বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে  পালিত হচ্ছে “গুড গভর্ন্যান্স ডে”।

এদিন টুইট বার্তায় মোদী জানান, “প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ীকে তাঁর ১০০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি তাঁর জীবন আত্মনির্ভর, শক্তিশালী এবং সমৃদ্ধ ভারত গড়ার জন্য উৎসর্গ করেছিলেন। তাঁর দৃষ্টি ও মিশন ভারতের উন্নতির জন্য শক্তির উৎস হয়ে থাকবে।”

Related Articles