সুপ্রিম কোর্টে ঝুলে রইল ওবিসি শংসাপত্রের শুনানি
OBC certificate hearing pending in Supreme Court

Truth Of Bengal: ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সেই মামলার শুনানি। চলতি মাসের ২৬ জানুয়ারির পর হবে এই মামলার শুনানি, এমনটাই জানানো হয়েছে।
ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। ২০২৪ সালের ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলার শুনানি পিছিয়ে গেল।