কলকাতারাজ্যের খবর

‘কেউ ছাড় পাবে না’, কেন অগ্নিশর্মা হলেন অর্জুন

'No one will be spared', why Arjun became angry

Truth Of Bengal: CID তলবের উদ্দেশ্যে ভবানী ভবন রওনা দিলেন অর্জুন সিং। এদিন তিনি যাওয়ার সময় হুশিয়ারি দিয়ে বলেন, তাঁকে যারা হেনস্থা করছে সরকার পরিবর্ত হলে তাদের কাউকেই ছাড়া হবেনা!

CID তলবে বৃহস্পতিবার ভবানী ভবন যাচ্ছেন অর্জুন সিং। ভাটাপাড়া পৌরসভার রিলিফ ফান্ডের টাকা বে-হিসাবি খরচ করায় তার বিরুদ্ধে CID নোটিশ পাঠায়। সেই নোটিশের জবাব দিতেই প্রাক্তন সাংসদ রওনা দিলেন ভবানিভবন। তবে তিনি জানান কেমিক্যাল রিয়াকশন এর প্রস্তুতি নিয়েই তিনি CID তলবে জাচ্ছেন। তবে এভাবে বারংবার হ্যারাসমেন্ট থেকে বাঁচতে তিনি সুপ্রিম কোর্টের দারস্থ হচ্ছেন।

ভবানী ভবন যাওয়ার আগে প্রাক্তন সংসাদ অর্জুন সিং আরও বলেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতেন না, চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল, আমার সময় নষ্ট করছে এরা। এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে।”

Related Articles