অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার কারোর নেই, ওয়াকফ নিয়ে আরও যা বললেন মুখ্যমন্ত্রী
No one has the right to take other people's property, what else the Chief Minister said about Waqf

Truth Of Bengal: অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার কারোর নেই। অন্যদিকে আমাদের সম্পত্তি অন্য কেউ নিয়ে নেবে সেটাও হবে না। ওয়াকফ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈনদের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, শুধু সংখ্যাগরিষ্ঠতার বলে কোন বিল পাস করিয়ে নেওয়াটা মানবিকতা নয়। কেন্দ্রীয় সরকার শুধু সংখ্যাগরিষ্ঠতা জোরে যা খুশি তাই করছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যতটা প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না। প্রচুর সামাজিক প্রকল্প রয়েছে আমাদের। পশ্চিমবঙ্গে কোন ডিভাইড অ্যান্ড রুল হবে না। বাঁচো এবং বাঁচতে দাও। এটাই আমাদের নীতি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এক বিশ্ব এক মন্ত্র, সকলে শান্তির জন্য এক। আমরা সব ধর্মের অনুষ্ঠান মেনে চলি,সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সংখ্যালঘু সম্প্রদায়ের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দেন। জৈন সম্প্রদায়কে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
বাংলার যত মত তত পথের ঐতিহ্য রক্ষায় জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন,এই রাজ্যে বহু দেবদেবী রয়েছে।সব দেবতাকেই সমান সম্মান করা প্রয়োজন। বিভেদকামীদের জবাব দিতে ঐক্যের মন্ত্র উচ্চারণ করার ডাক দেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।