কলকাতা
রাজ্যের বেশ কিছু জায়গায় নতুন করে সাইরেন ব্যবস্থা হবে, বৈঠকে মুখ্য সচিব
New siren system to be installed in several places in the state, Chief Secretary in meeting

Truth Of Bengal: জয় চক্রবর্তী: রাজ্যে বেশকিছু জায়গায় নতুন করে সাইরেন ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত বরাবর জেলা গুলিকে সতর্ক থাকার নির্দেশ। রবিবার জরুরী ভিত্তিক ভাবে নবান্ন থেকে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বৈঠকে।
সীমান্ত বরাবর জেলা গুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি খাদ্য মজুদ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে সমন্বয় করে কাজ করতে হবে। বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। জেলা কন্ট্রোল রুমগুলিতে প্রশিক্ষিত কর্মী দ্বারাই পরিচালনা করতে হবে। সতর্ক দৃষ্টির পাশাপাশি জেলা পুলিশের ‘ইন্টালিজেন্স’ বাড়ানোর কথা বৈঠকে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।