কলকাতা

কড়া নির্দেশ নবান্নের, সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে তথ্য তলব লালবাজারের, সব থানায় গেল বার্তা

Nabanna's strict instructions, Lalbazar's request for information about civic volunteers

Truth of Bengal: কলকাতার আরজি কর হাসপাতালের নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের মামলায় উত্তাল হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়ছে কলকাতা পুলিশ। এই পরিস্থিতে নবান্নের কড়া নির্দেশ, কলকাতা পুলিশের কর্মরত সব সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে দুটি তথ্য জানাতে হবে প্রথম তাঁদের কোনও অপরাধের নজির আছে কি না , দ্বিতীয় তাঁদের চারিত্রিক কোনও দোষ রয়েছে কিনা।

পুরুষ – মহিলা উভয় সিভিক ভলেন্টিয়ারদের তথ্য জানাতে বলা হয়েছে। আর তাতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের সদর দফতর। যত শীঘ্রই সম্ভব কলকাতার অধীনে সব থানা গুলিকে ভলেন্টিয়ারদের সমস্ত তথ্য সদর দফতরে পাঠানোর নির্দেশ লালবাজারের । পাশাপাশি সব। সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তাদের কাজের মূলযায়নের রিপোর্ট পেশ করতে হবে। পুলিশ সূত্রে খবর প্রত্যেক ভলেন্টিয়ারের নাম ঠিকানা সহ তাদের কাজের পারফরমেন্স কেমন, তারা নেশা করে কিনা জানাতে হবে । পাশাপাশি হোম গার্ডদের তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার শুধুমাত্র কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার । এই ঘটনায় সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে বলে মনে করছে অনেকে। তাই নবান্নের নির্দেশ আসার পর, তড়িঘড়ি লালবাজার থেকে সিভিক ভলেন্টিয়ারদের তথ্য তলব করেছে। তবে এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেনি কলকাতা পুলিশ

Related Articles