Nabanna: জিও ট্যাগিং করে স্বচ্ছতা বাড়াতে নবান্নের নতুন উদ্যোগ
সম্প্রতি অর্থ দফতরের তরফে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।
জয় চক্রবর্তী: রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণে আরও এক ধাপ এগোল নবান্ন। এবার থেকে সমস্ত সরকারি নির্মাণ প্রকল্পে বাধ্যতামূলকভাবে যুক্ত করা হচ্ছে ‘জিও ট্যাগিং’ ব্যবস্থা। সম্প্রতি অর্থ দফতরের তরফে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এবার থেকে সমস্ত সরকারি নির্মাণ প্রকল্পে বাধ্যতামূলকভাবে যুক্ত করা হচ্ছে ‘জিও ট্যাগিং’ ব্যবস্থা। pic.twitter.com/S3OginJf08
— TOB DIGITAL (@DigitalTob) November 11, 2025
অর্থ দফতরের কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপের ফলে সরকারি প্রকল্পগুলির কাজের গতি, মান ও স্বচ্ছতা একযোগে নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে জিও ট্যাগিংয়ের মাধ্যমে স্থির ছবি ও ভিডিও ক্লিপে স্বয়ংক্রিয়ভাবে স্থানাঙ্ক, সময় ও তারিখ যুক্ত থাকবে। ফলে প্রকল্পের বাস্তব জায়গা ও সময় অনুযায়ী কাজের অগ্রগতি যাচাই করা সহজ হবে।
এর আগে অর্থ দফতর রাজ্যের বিভিন্ন দফতরের প্রকল্পের অগ্রগতি নজরে রাখতে চালু করেছিল ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি বিশেষ পোর্টাল। সেই পোর্টালে ইতিমধ্যেই প্রকল্পের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এবার জিও ট্যাগিং যুক্ত হওয়ায় নবান্ন থেকে প্রকল্পের কাজ বিলম্বিত বা স্থবির হলে তা রিয়্যাল-টাইমে চিহ্নিত করা সম্ভব হবে।






