কলকাতা

‘দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক রং নেই’, মানবতার বার্তা ফিরহাদের

'Miscreants have no political colour': Firhad Hakim

Truth Of Bengal: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকার বার্তা দিলেন। উত্তপ্ত মুর্শিদাবাদ নিয়ে মুখ খোলেন তিনি ।  ফিরহাদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ এখন রাজনীতি করার সময় নয়। দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক রং হয় না।‘ সেইসঙ্গে মানুষের পাশে থাকার বার্তা দিলেন মেয়র।

রবিবার ফিরহাদ হাকিম বলেন, ‘রাজনীতির উর্ধ্বে উঠতে হবে।  মানুষের সেবায় ব্রত হওয়া উচিত। এখানে রাজনীতি করা ঠিক নয়। মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত। আর যারা অপরাধী হয় তাঁদের কোন রাজনৈতিক রঙ হয় না।‘ এখান থেকেই স্পষ্ট যে,  রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার  শান্তির বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

উল্লেখ্য প্রথমে জঙ্গিপুর। পরে সুতি, শমসেরগঞ্জ। ওয়াকফ আইন লাগুর পর অশান্তির আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। আর তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই নিয়ে  শনিবার দুপুরে সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সেই আইনকে রাজ্য সরকার সমর্থন করে না। বাংলায় তা বলবৎও হবে না। হিংসায় যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।‘ আর এবার বাংলার হিংসা নিয়ে সরব হলেন ফিরহাদ হাকিম।

Related Articles