কলকাতাচাকরিশিক্ষা

পরীক্ষার্থীদের জন্য সুখবর, ফুড SI নিয়োগ পরীক্ষায় বারতি মেট্রো রেল পরিষেবা

Metro services for WBPSC Food SI exam

The Truth of Bengal: আগামী শনিবার ও রবিবার রয়েছে ফুড সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের পরীক্ষা। আর সেই দু’দিন শিয়ালদা ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন, তা নিয়ে উদ্বেগে পড়ে গিয়েছেন প্রার্থীরা। এরই মধ্যে খুশির খবর শোনাল কলকাতা মেট্রো,অন্যান্য সপ্তাহে রবিবার মেট্রো পরিষেবা চালু হয় সকাল ৯ টা থেকে, আগামী ১৭ মার্চ সকাল ৮ টা থেকে মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

রবিবার সাধারণত ১৩০টি মেট্রো চলে। চাকরিপ্রার্থীদের জন্য বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও। এনিয়ে মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দ্বিতীয়টি ছাড়বে সকাল ৮টা ২৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে। দ্বিতীয়টি ছাড়বে ৮টা ৪০ মিনিটে। শুধুমাত্র এই দিনের জন্যই আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৪টি ট্রেন চলবে।

তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। এই বিশেষ দিন ছাড়া বাকি সব রবিবার সকাল ৯টা থেকেই শুরু হবে মেট্রো পরিষেবা। বলে রাখা ভালো, দমদমে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী শুক্রবার থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ থেকে একাধিক শাখায় বাতিল ১৪৩টি ট্রেন। এছাড়া ৪৬টি ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর জেরে ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। এনিয়ে মাথায় হাত পড়েছে রবিবারের পরীক্ষার্থীদেরও।