দুই বর্ধমান জেলাকে নিয়ে বৈঠক, ধর্নাস্থলের পাশে বৈঠক তৃণমূল সুপ্রিমোর
Meeting on two Burdwan districts

The Truth of Bengal: একদিকে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্না-অবস্থান। সেই কর্মসূচি থেকে সময় বের করে দলের সাংগঠনিক কাজ সেরে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে নেমে পাশেই অন্য একটি মঞ্চে দুই বর্ধমান জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি দুই বর্ধমান জেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করার কথা পূর্ব নির্ধারিত ছিল। তার মাঝে বকেয়া ইস্যুতে ধর্না শুরু যাওয়ায় কালীঘাটের বাড়িতে বৈঠক করার সুযোগ নেই। তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখে সেই কর্মসূচিতে বদল আনলেন না মমতা। তাই ধর্নামঞ্চের পাশেই দুই বর্ধমান জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক সেরে নিলেন তৃণমূল সুপ্রিমো।
দুই বর্ধমান মিলে মোট তিনটি লোকসভা আসন রয়েছে৷ গত লোকসভা নির্বাচনে যার দু’টিতেই জয়ী হয়েছিল প্রধান বিরোধী দল বিজেপি৷ পরে অবশ্য প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ায় উপনির্বাচনে আসানসোল আসনে জয়ী হয় তৃণমূল৷ এখন তৃণমূলের হাতে রয়েছে দু’টি আসন এবং বিজেপির হাতে একটি আসন৷ কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে দুই বর্ধমান মিলে তিনটে আসনেই জয় চাইছে তৃণমূল। সেই জায়গা থেকে দলের নেতাদের লড়াইয়ের রণকৌশল ঠিক করে দিলেন দলের সুপ্রিমো।
লোকসভা নির্বাচনের কথা মাথায় এখন থেকেই আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলা জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানে কী ভাবে লড়তে হবে দলের নেতাদের সেই গাইড লাইন দিচ্ছেন তিনি। ইতিমধ্যে তাঁর কালীঘাটের বাড়িতে তিন জেলাকে নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে বৈঠক হয়। পরে মুর্শিদাবাদ ও বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠক হয়। এবার লোকসভা নির্বাচনে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে দুই বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।