কলকাতা

মেডিক্যালে ভর্তিতে চলছে জালিয়াতি! একযোগে অভিযান ইডি-র

Medical admission fraud underway! ED conducts simultaneous raids

Truth Of Bengal: মঙ্গলবার সকালে কলকাতা ও নিউটাউনের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। মোট পাঁচটি স্থানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। অভিযানের মূল ভিত্তি হল, এনআরআই (NRI) কোটায় মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। অভিযোগ অনুযায়ী, টাকা ও ভুয়ো নথি জমা দিয়ে মেডিক্যালে ভর্তি করানোর চক্র সক্রিয় ছিল, এবং সেই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্ধানেই এই অভিযান।

কলকাতার যেসব জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার কড়েয়া থানা এলাকা – ৬ নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাসভবনে হানা দেয় ইডি। এখানে বসবাস করেন আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ এলাকা – একটি অভিজাত আবাসনে অভিযান চালানো হয়।

লেক মার্কেট সংলগ্ন বসন্ত রায় রোড – এখানে কেপিসি মেডিক্যাল কলেজে কর্মরত ইন্দ্রানী ঘোষের ফ্ল্যাটে তল্লাশি হয়। নিউটাউনের সিই ব্লকের ২৮ নম্বর বাড়িতে হানা দেয় ইডি। এখানে থাকেন সৌরভ সাহা নামের এক ব্যক্তি, যিনি “এডুকেশন ওয়ার্ল্ড কোচিং সেন্টার” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো সার্টিফিকেট তৈরি করে মেডিক্যালে ভর্তি করাতেন অর্থের বিনিময়ে।

এই অভিযানের ফলে এনআরআই কোটায় দুর্নীতির পর্দাফাঁসের সম্ভাবনা আরও বাড়ছে। ইডি-র পক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই চক্র চালিয়ে আসছিলেন। তদন্তকারী সংস্থা এখন বিপুল পরিমাণ নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

Related Articles