কলকাতা

একের পর এক অগ্নিকান্ডের জের! শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়রের

Mayor orders closure of all rooftop restaurants in the city after series of fires

Truth Of Bengal: বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এখন থেকে শহরে আর কোনও রুফটপ রেস্তোরাঁ চালানো যাবে না। শুক্রবার এই ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির রিপোর্ট আসা পর্যন্ত রুফটপ রেস্তরাঁ বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। এমনকি বর্তমানে যেগুলি চালু রয়েছে, সেগুলিও আপাতত বন্ধ রাখা হবে। ছাদের জায়গাও কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেয়র আরও জানান, পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে সমস্ত রুফটপ রেস্তোরাঁর তালিকা চাওয়া হয়েছে। রেস্তরাঁগুলিকে নোটিস পাঠানো হবে শিগগিরই। এই সিদ্ধান্তের পেছনে বড়বাজারের মর্মান্তিক অগ্নিকাণ্ডই বড় কারণ। মঙ্গলবার রাতে একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হয় ১৪ জনের। তদন্তে জানা গেছে, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, ফায়ার লাইসেন্সও ছিল মেয়াদোত্তীর্ণ।

দমকল জানিয়েছে, দোতলায় প্লাইউডের কাজ চলাকালীন আগুন লাগে। হোটেলের জানলা বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি, ফলে উপরের তলায় থাকা মানুষজন আটকে পড়েন। একজন প্রাণ বাঁচাতে ঝাঁপও দেন। এই ঘটনার পর থেকেই শহরের রুফটপ রেস্তোরাঁগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে, প্রশাসনের তরফে বড় পদক্ষেপ নেওয়া হলো। এখন শহরের সব রুফটপ রেস্তরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

Related Articles