কলকাতারাজ্যের খবর

রাজভবনে আমন্ত্রণ পাননি মেয়র ও কমিশনার, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন “এক ফোঁটা জলও খাইনি”

Mayor, commissioner not invited to Raj Bhavan, angry CM says "didn't drink even a drop of water"

Truth Of Bengal: রীতি অনুযায়ী স্বাধীনতা দিবসের বিশেষ দিনে রাজভবনে আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো চা চক্রে যোগ দিতে রাজভবনে যান তিনি। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল । কিন্তু রাজভবন তরফে আমন্ত্রণ পাননি মেয়র ও পুলিশ কমিশনার। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজভবনের চাতালে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান তিনি। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন “একফোটা জলও খাইনি”।

তিনি আরও বলেন,“আমি কতগুলি সিস্টেম মেনটেন করি। স্বাধীনতা দিবসে অনেকেই রাজভবনে আসেন। সাংবাদিকরাও আসেন। আড্ডা মারি। আমি যখন এসেছি বলেছিলাম একা আসতে সমস্যা আছে। তাই টিম নিয়ে আসব। আমরা একসঙ্গে ১০-১২ জন এসেছিলাম। এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বলে তাই। সরকারের যখন গুরুত্বপূর্ণ কিছু থাকবে, তখন তো ওরা থাকবেই সাথে। তখন আসা যেতেই পারে।”

উল্লেখ্য লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মীর ওপর শ্লীলতাহানীর অভিযোগ ওঠে। গোটা রাজ্যজুড়ে বয়ে যায় সমালোচনার ঝড়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি জানিয়েছিলেন রাজভবনে আর একা যাবেন না। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাকে রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি। আপনার পাশে বসাটাও পাপ।” যদিও স্বাধীনতা দিবসে রাজভবনে আমন্ত্রণ পেয়ে কেন একা যাননি এ বিষয়ে কিছু খোলসা করেননি মুখ্যমন্ত্রী।

 

Related Articles