কলকাতা
সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক: মুখ্যমন্ত্রী
May everyone be well and the country be well: Chief Minister

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “সবাই ভালো থাকুক দেশ ভাল থাকুক” গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,”সেনাবাহিনী দেশের জন্য লড়াই করছে। আমাদের প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর। কখনো আমি ভয় করব না ভয় করব না, কখনো আবার নিশিদিন ভরসা রাখিহ হবেই হবে, আবার কখনো বাঁধ ভেঙে দাও।” তবে সঙ্গে আক্ষেপ করে দেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথের জন্মদিনের দিন বিভিন্ন অনুষ্ঠান হয় তবে অন্যান্য সময় চর্চা হয় না। নিজের রাজ্যের সংস্কৃতিকে যাতে কেউ ভুলে না যায় সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।