কলকাতা

ধর্মতলায় পুরসভার কাছে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

Massive fire breaks out near Dharmatala Municipality, 5 fire engines at the scene

Truth Of Bengal: শনিবার ধর্মতলার জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড। ওই এলাকা আচমকাই একটি পানশালায় আগুন লেগে যায়। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। জানা যায়, সকাল ৮ টা ১৫ তে ওই এলাকায় আগুন লাগে। এরপর ওই আগুন দেখে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এরপর তারা খবর দেয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ওই এলাকায় দমকলের ৫ টি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুনটি তীব্র বেগে ছড়িয়ে পড়ে। এরপর ওই দমকলকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দেওয়া শুরু করেন। আগুন নেভানোর কাজ চলতে থাকলেও সাদা ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়।

তবে সকালের দিকে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে। তবে কী ভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। পরিস্থিতি সামাল দিতে তৃতীয় একটি ইঞ্জিনও ওই এলাকায় পৌঁছালেও তার প্রয়োজন হয়নি। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য ধর্মতলার ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুকে। তবে যে দোকানে আগুন লেগেছিল তার ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। তাই এই আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল বাহিনী।

Related Articles