কলকাতা

সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

Massive fire breaks out in Salt Lake Sector Five, 4 fire engines at the scene

Bangla Jago Desk: সল্টলেক সেক্টর ফাইভে বহুতলে বিধ্বংসী আগুন। এদিন ওই এলাকার একটি বেসরকারি প্রেসে এই আগুন লাগে। জানা যায়, এদিন দুপুরে আচমকাই ধোঁয়া বেরোতে শুরু করে ওই কারখানা থেকে। এরপর সেই আগুন নজরে আসে কারখানার কর্মীদের। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাজুড়ে। এরপর এই আগুন দেখে স্থানিয়েরা খবর দেয় দমকল বাহিনীকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্রের খবর মিলেছে, ওই কারখানায় এদিন কমপক্ষে ৬০ জন কর্মী ছিলেন। তবে এই আগুন লাগার ফলে ভেতরে  কেউ আটকে নেই বলেই এমনটাই খবর মিলেছে। তবে ওই এলাকার আশেপাশে বহু অফিস রয়েছে। যেই আগুন আশেপাশেও ছড়িয়ে যেতে পারে বলে এমনটাই খবর মিলেছে। ইতিমধ্যে ওই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও ওই এলাকায় এসে পৌঁছেছেন বিধাননগর থানার সিপিও।

Related Articles