প্রকাশিত হলো মাদ্রাসা বোর্ডের ফল, বেড়েছে পাশের হার, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
Madrasa Board Result Published, Pass Rate Increased, Congratulates CM

Truth of Bengal: শনিবার প্রকাশিত হলো হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস, কারণ এবারের পাশের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই খুশির মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানাতে ভুললেন না।
নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি লেখেন, “সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যাঁরা আশানুরূপ ফল পাননি, তাঁদের মন খারাপ করার কিছু নেই। ভবিষ্যৎ এখনও তোমাদের সামনে।”
হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।
তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।…
— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2025
চলতি বছরে মোট ৬০ হাজার ৩৭৪ জন পড়ুয়া এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৪,৩৫৩ এবং ছাত্রী ৩৬,০২১ জন।
এবারের পাশের হার:
হাইমাদ্রাসা – ৯০.৩২%
আলিম – ৯২.৮১%
ফাজিল – ৯৩.১৫%
গত বছরের তুলনায় এ বছর সমস্ত বিভাগেই কিছুটা করে উন্নতি হয়েছে ফলাফলে।
এই ফলপ্রকাশ প্রমাণ করে, পরিশ্রম করলে সাফল্য আসেই। আর মুখ্যমন্ত্রীর কথায়, শুধুমাত্র নম্বর নয়, চেষ্টা ও ধৈর্যই ভবিষ্যতের সেরা পাথেয়।