কলকাতারাজ্যের খবর

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল! প্রথম দশে কারা? রইল সম্পূর্ণ মেধাতালিকা

Madhyamik results have been published, who is on the first list?

Truth Of Bengal: মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। জীবনের প্রথম বড় পরীক্ষায় শীর্ষে স্থান করে নিয়েছে কয়েকজন পরীক্ষার্থী। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। এবারের মাধ্যমিক পরিক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশ। দশ জনের মেধা তালিকায় ৬৬ জন রয়েছে। এবারের পরিক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মালদার ইশানী।

৬৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদৃত। সরকার। ৬৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম পাল। ৬৯৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে কতুলপুর সরোজবাসিনী স্কুলের ইশানী চক্রবর্তী। ৬৯২ পেয়ে চতুর্থ হয়েছে মহম্মদ সেলিম। ৬৯১ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ  (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ,  সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। ৬৯০ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল),  বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। ৬৮৯ পেয়ে সপ্তম হয়েছে দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক। ৬৮৮ পেয়ে অষ্টম হয়েছে অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, সৃজনী ঘোষ, কাকলী মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, অবন্তিকা রায়।  ৬৮৭ নমেবর পেয়ে নবম স্থান অধিকার করেছে  দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ, ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস। ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিত হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, সোহম সাঁতরা, রাহুল দাস। প্রাপ্ত নম্বর – ৬৮৬।

প্রথমে ৩০ এপ্রিল প্রকাশিত হওয়ার কথা থাকলেও পরে সেটা পরিবর্তন করে ২ মে ফলপ্রকাশের কথা জানিয়েছিল। এই বছর ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে  প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এই আবহে এতজন পরীক্ষার্থীর কীভাবে খাতা দেখা সম্ভব হবে তা ভাবিয়েছিল পর্ষদকে। শুধু মাধ্যমিক নয়, উচ্চ-মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়েছে। ফলে পড়ুয়াদের খাতা দেখা নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শিক্ষক মহলেও এই নিয়ে গুঞ্জন শুরু হয়। এই নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, যথাসময়ে মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তাঁর কথায় রইল। শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল।

Related Articles