বেআইনি পার্কিং রুখতে আরও কঠোর কলকাতা পুরসভা, শহরের যানবাহনের সঠিক ব্যবস্থাপনায় জোর
Kolkata Municipality tougher to curb illegal parking, insists on proper management of city vehicles

The Truth Of Bengal: বেআইনি পার্কিং রুখতে আরও কঠোর কলকাতা পুরসভা।আলিপুর অঞ্চলে কোনওরকম বেআইনি পার্কিং চলবে না।পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে।শহরের যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনায় জোর দিয়ে একথা জানান মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে ফ্রি পার্কিং জোনে কোনওরকম জুলুম সহ্য করা হবে না বলেও স্পষ্ট করেছেন মহানাগরিক।
শহরের যততত্র পার্কিংয়ের বদভ্যাস বন্ধ করতে পুরসভা কড়া নজর রাখছে।ইতিমধ্যে পার্কি ফি বাড়ানো হয়েছে ।জনপথে যানবাহন দাঁড় করিয়ে যানজট তৈরির বিরুদ্ধে অভিযানও জারি আছে।তথ্য বলছে, আগে প্রতি ঘণ্টায় দু’চাকার গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি দিতে হত ৫ টাকা। এখন থেকে প্রথম ২ ঘণ্টার জন্য দিতে হবে ১০ টাকা। ৩ ঘণ্টা রাখলে গুনতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য পার্কিং ফি ৬০ টাকা। ৫ ঘণ্টা পার হলেই ঘণ্টাপিছু দিতে হবে ৫০ টাকা। চাকার গাড়ির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। এখন দিতে হচ্ছে ২০ টাকা। ২ ঘণ্টার জন্য পার্কিং ফি ৪০ টাকা। ৩ ঘণ্টার জন্য পার্কিং ফি ৮০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ১২০ টাকা। ৫ ঘণ্টা পার হলে ঘণ্টা পিছু দিতে হবে ১০০ টাকা।সুষ্ঠু ব্যবস্থাপনার মাঝেই যানবাহন পার্কিংয়ের বদভ্যাস কিছুতেই বন্ধ হচ্ছে না। তাই আলিপুর অঞ্চলে বেআইনি পার্কিং রুখতে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
এখন ডিজিটাল পেমেন্ট করা যায়। কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে অ্যাপ। কিভাবে কাজ করবে এই গোটা ব্যবস্থা? বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে কিংবা তার আশেপাশে কোথায় পার্কিং লট ফাঁকা রয়েছে, তা অ্যাপের মাধ্যমেই দেখতে পাবেন চালক। পার্কিং লটে গিয়ে গাড়ি রাখার সময় এজেন্টকে দিতে হবে ফোন নম্বর। ‘ই-পস’ মেশিনে সেই ফোন নম্বর দেওয়ার পর জেনারেট হবে পার্কিং স্লিপ। সেখানে কোন সময় গাড়ি ঢুকল, সেই তথ্য থাকবে।ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা কিউআরকোড স্ক্যান করে মেটাতে হবে পার্কিং ফি। কলকাতার রাস্তায় পার্কিং লটে ডিজিটাল ব্যবস্থা থেকে আধুনিক ব্যবস্থাপনা সত্বেও ফ্রি পার্কিং জোনে কোনওরকম জুলুম যে চলবে না তাও স্পষ্ট করেছেন মহানাগরিক।
সবমিলিয়ে বলা যায়,পুরপ্রশাসন পার্কিংয়ের জায়গাতে যাতে পার্কিং করা হয় সেজন্য পুলিশের সঙ্গে সমন্বয় গড়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে যে তত্পর তা বলাই যায়।
Free Access