কলকাতা

কালীঘাটে পার্কিং সমস্যা সমাধানে কলকাতা পৌরসভার উদ্যোগ ব্যবস্থা

Kolkata Municipality takes initiative to solve parking problem in Kalighat

Truth Of Bengal: কালীঘাট স্কাইওয়াকে উদ্বোধনের পর থেকে মন্দিরে আসতে শুরু করেছে ভক্তরা। যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধাও হয়েছে একথা বলাই বাহুল্য। এই স্কাইওয়াকের সাহায্যে মানুষ সরাসরি মন্দিরে পৌঁছে যাওয়ায় মূল রাস্তার ভিড় অনেকটাই কমেছে। তবে এখনও গাড়ী পার্কিং করতে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের ভোগান্তি পোয়াতে হচ্ছে বলে অভিযোগ ও শুনতে পাওয়া যায়।

এবার এই সমস্যার সমাধান করল কলকাতা পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে পৌরসভার অধীনে একটি পুরনো বাড়িকে পার্কিং লট হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আপাতত এক তালায় ৬০ থেকে ৬৫ টি মোটর বাইক পারকিং করা যাবে বলে জানানো হয়।  একই সাথে ২০টি চার চাকার গাড়ি রাখার ব্যবস্থা করা হবে।

পৌরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২৫ বছর আগে ম্যালেরিয়া রোগীদের চিকিৎসার জন্য এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল,তবে আপাতত সেখানে কোভিডের সময় থেকে ভবগুরেদের আশ্রয় শিবির হিসেবে তিন তলা এবং চার তলা কে ব্যবহার করা শুরু হয়। তবে তিনতলা এবং চারতালা ব্যবহার করা হলেও একতলা এবং বেসমেন্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় এবার সেই জায়গা কে ব্যবহার করল কলকাতা পৌরসভা।

পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি এবং নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নের কাজে জোর দিয়েছে কলকাতা পৌরসভা। এই পুরনো বাড়ির একতলা এবং বেসমেন্ট কে পৌরসভার আধিকারিকরা জানিয়েছে, পার্কিং লড হিসাবে ব্যবহার করা হবে। কালীঘাট মন্দিরের দর্শনার্থীদের পার্কিং সমস্যা অনেকটা মিটবে বলে আশ্বাস দেয় তারা। ফলে কালীঘাটে আশা ভক্ত থেকে শুরু করে পর্যটক প্রত্যেকের কাছে নিঃসন্দেহে স্বস্তির।

Related Articles