কথা দিয়ে কথা রাখল কলকাতা পুরসভা, সকাল থেকেই জঞ্জাল সাফে দেখা গেল তৎপরতা
Kolkata Municipality kept its word, garbage clearance activities were seen since morning

Truth Of Bengal: মেয়র ফিরহাদ হাকিমের কথামতো কাজ শুরু করে দিল কলকাতা পুরসভা। নাগরিকরা হোয়াট্যসঅ্যাপে জঞ্জাল জমা থাকার কথা জানালেই তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে পুর-প্রশাসন। শহরকে স্বচ্ছ,জঞ্জাল মুক্ত রাখার জন্য চিহ্নিত করা হচ্ছে ব্ল্যাক স্পট। ৪ ঘন্টার মধ্যে জঞ্জাল অপসারণের কাজে নেমে পড়ছে পুরসভার টিম। পুরসভার তত্পরতায় সুরাহা পাচ্ছে সাধারণ মানুষ। কথা দিয়ে কথা রাখল কলকাতা পুরসভা। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জোর দেন,শহরকে জঞ্জালমুক্ত রাখার জন্য চিহ্নিত করা হবে ব্ল্যাক স্পট।
হোয়াট্যসঅ্যাপে কোথায় জঞ্জাল রয়েছে,তা নাগরিকরা জানালেই জঞ্জালমুক্ত করে দিচ্ছে পুরসভার টিম। পরিবেশ বজায় রাখতে পুরপ্রশাসনের আন্তরিকতা,দায়বদ্ধতাও তত্পরতা আবারও নজরে এল। কলকাতার ক্লিন ও গ্রিন সিটির তকমা বজায় রাখতে যুদ্ধকালীন তত্পরতায় সাফাইয়ের কাজে নেমে পড়েন পুরসভার কর্মীরা।
যেমন কথা তেমনই কাজ মেয়রের। শহরের জঞ্জাল সাফাই করা হচ্ছে দ্রুত।স্বচ্ছতার মানচিত্রে কলকাতা আরও উজ্বল।পুরতথ্যে স্পষ্ট, ২০ লক্ষ টন পলিথিন পরিষ্কার করা হয়েছে শহরে। অস্বাভাবিক বৃষ্টি হলে যাতে জমাজলের সমস্যা না হয়।আর জঞ্জালমুক্ত শহর গড়ার জন্য কলকাতা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ, যেমন কথা তেমন কাজ ২৪ ঘন্টার মধ্যেই এলাকায় শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় সাফাই অভিযান। বলা বাহুল্য, শুক্রবার মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদার জানিয়েছিলেন, কলকাতার কোথাও যদি জঞ্জাল জমা থাকে তাহলে আমরা একটা হোয়াটস অ্যাপ নম্বর দিচ্ছি।এই নম্বরে যদি আপনারা ছবি তুলে পাঠান তবে সাথে সাথে সেই পয়েন্ট থেকে আমরা আবর্জনা তুলে দেব। কলকাতার ১৪৪ ওয়ার্ডে এটা হবে।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যখনই এই ছবি তুলে পাঠাবেন সাথে সাথে এটা পরিস্কার করব।সাধারণত কলকাতার কোথাও এই ধরনের আবর্জনা পড়ে নেই।তবে কোথাও যদি এরপরেও থাকে তবে সেই আবর্জনা আমরা পরিস্কার করে দেব।একথায় বলা যায়, কলকাতা এবার হতে চলেছে আবর্জনা মুক্ত।