কলকাতা

ডেঙ্গি নিয়ে সচেতনতার কথা জানালেন কলকাতা পৌর কর্পোরেশন ডেপুটি মেয়র অতীন ঘোষ!

Atin Ghosh

The Truth of Bengal: উষ্ণায়নই কি সমস্যা ডেঙ্গির? তার কারণ বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে সে কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারপরেও শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ যেন কোনমতেই পিছু ছাড়ছে না সকলের। তারপরেও কলকাতা পুরসভার তরফে বারবার বলা হচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ ডেঙ্গির প্রকোপ কমে গিয়েছে। দুর্গা পুজো পেরিয়ে গেলেও সেই অর্থে এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ রীতিমতো চোখে পড়ার মতো রয়েছে।

আর ঠিক এই জায়গা থেকেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত কুড়ি ডিগ্রির নিচে নামবে ততক্ষণ পর্যন্ত এই ডেঙ্গির প্রকোপ যেমন থাকবে পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে না উঠলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে বই কমবে না।

তাহলে কি উষ্ণায়নই একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ডেঙ্গির? যেভাবে গাছপালা কেটে একদিকে বাড়ি ঘরদোর তৈরি করা হচ্ছে অন্যদিকে যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শহর কলকাতা জুড়ে আর তার ফলেই ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে একথা স্বীকার করে নিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

Free Access

Related Articles