কলকাতা

ফের মেট্রোয় ঝাঁপ! ব্যাহত পরিষেবা

kolkata metro service disrupted 2

Truth Of Bengal : ফের ব্যস্ত সময় মেট্রোতে ঝাঁপ! অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। ফের মেট্রোয় আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। চাঁদনি চকে থমকে যায় মেট্রোর গতি। আপাতত ট্রেন চলাচল বন্ধ। দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে বলে খবর।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক চন্দ্র জানিয়েছেন, “একটি আত্মহত্যার খবর আমরা এখনি পেয়েছি। সকাল ১০টা ৫৪ মিনিটে চাঁদনি চক থেকে আত্মহত্যার চেষ্টার খবর মিলেছে। তাই আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো আসছে। আবার ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। আপ লাইনেও একইভাবে মেট্রো চলাচল করছে”।