কলকাতা

Kolkata Metro: আত্মহত্যা রুখতে কলকাতা মেট্রোর নয়া পদক্ষেপ, বসছে প্লাটফর্ম স্ক্রিন ডোর

Kolkata Metro Railway

মেট্রো (Kolkata Metro)-য় আত্মহত্যার প্রবণতা বাড়ছে, তা রুখতে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, ভূতল স্টেশনগুলিতে অটোমেটিক প্লাটফর্ম স্ক্রিন ডোর (automatic platform screen doors)
লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

প্রায় সংবাদ শিরোনামে উঠে আসে, কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বা আত্মহত্যা করেছেন। এই পরিস্থিতির জন্য মেট্রো কর্তৃপক্ষকে পরিষেবা সচল রাখতে বেশ বেগ পেতে হয়। কারণ ব্যস্ত শহরে একমাত্র সঠিক সময়ের লাইফ লাইন বলতে মেট্রো পরিষেবা। এই পরিষেবার মাঝে, একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা মানে, প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল।

এর ফলে, মেট্রোর আর্থিক ক্ষতি যেমন হয়, তেমনই নাকাল হতে হয়, সাধারণ মানুষকে। এই সমস্যার সমাধেনেই মেট্রো নয়া পদক্ষেপ করতে চলেছে। রেলের এক আধিকারিকেক কথা, ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছবে, তখনই স্টেশনে লাগোয়া দরজা খুলবে। এবং ট্রেন প্রত্যেক যাত্রী উঠে য়াওয়ার পরেই ফের বন্ধ হবে। প্লাটফর্ম স্ক্রিন ডোর লাগানোর ফলে, রেলের ট্র্যাক দেখা যাবে না। ফলে, আত্মহত্যার ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


প্রসঙ্গত, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর এলিভেটেড সেকসনে এই পরিষেবা আগেই চালু করেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রায় প্রত্যেকটি স্টেশনে, সেটি এলিভেটেড হোক বা ভূ গর্ভস্থ, প্রত্যেক জায়গাতেই লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।  পরিসংখ্যান বলছে, যে রুটে প্লাটফর্ম স্ক্রিন ডোর লাগানো হয়েছে, সেইসব স্টেশনে আত্মহত্যাতো দূর অস্ত, চেষ্টাও দেখা যায়নি।

Related Articles