কলকাতা

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরবঙ্গে টানা বৃষ্টি

Kalbaisakhi forecast for South Bengal, continuous rain in North Bengal

Truth Of Bengal: প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছুঁয়েছে ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশি। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও মালদায় পরিস্থিতি চরম। তবে স্বস্তির বার্তা এনেছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল আরও বেশি এলাকায় বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে মালদায় গরম অব্যাহত থাকবে, কাল থেকে বৃষ্টি হতে পারে। গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও বজ্রঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

 

Related Articles