কলকাতা

যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারারা

Jobless people on hunger strike in front of SSC building demanding release of list of eligible candidates

Truth Of Bengal: ২০১৬-র গোটা এসএসসি প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ৩ এপ্রিল সু্প্রিম নির্দেশে বাতিল হয় প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি। সেই রায়ে চাকরিহারারা ভেঙে পড়লেও তাঁরা তাঁদের প্রতিবাদ থামিয়ে রাখেনি। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ থেকে আমরণ অনশনে বসল চাকরিহারারা।

তাদের দাবি, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ওএমআর শিটের মিরর ইমেজ ও ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। সেই সঙ্গে নাগরিক সমাজকে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। বুধবার থেকে এসএসসি ভবনের সামনে বসেছিলেন চাকরিহারা কয়েকজন শিক্ষক।

‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের পক্ষ থেকে সুমন বিশ্বাস সাংবাদিক বৈঠকে জানান, এসএসসি ও রাজ্য সরকার যদি যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে চান তাহলে তালিকা প্রকাশ করতে সময় নেওয়ার কথা নয়। কারণ চাকরির মিরর ইমেজ অনলাইনেই রয়েছে। সঙ্গে তাদের তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা অনশন ছাড়বেন না।

Related Articles