কলকাতা

‘শাটডাউন করে দিলেন,’ যাদবপুর প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর নিশানায় রাজ্যপাল

Jadavpur Controversy: Education Minister Slams Governor

Truth Of Bengal: আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সরিয়ে দেওয়া  হয়েছে ভাস্কর গুপ্তকে। আর এই ঘটনা নিয়ে এবার সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষাব্যবস্থা  শাটডাউন  করে দেওয়া হল। শিক্ষামন্ত্রীর কথায়, ‘অবসরের তিন দিন আগে উপাচার্যকে সরিয়ে দিয়ে অপমান করা হল। এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের  দৃষ্টি আকর্ষণ করব।‘

সেইসঙ্গে ব্রাত্য বসু বলেন, ‘ রাজ্যপাল যাদবপুরে স্থায়ী উপাচার্য দিতে পারতেন।  রবীন্দ্রভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয় ডেডলক হওয়ার পথে। আর এবার যাদবপুরকেও শাটডাউন করে দেওয়া হল। শিক্ষা ব্যবস্থা নিয়ে বালখিল্যপনা চলছে।‘

উল্লেখ্য, অবসরের চারদিন আগে সরানো হয়   যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে। ইতিমধ্যেই রাজভবনের তরফে এই মর্মে জারি  হয়েছে বিজ্ঞপ্তি। আর সেখানে বলা হয়েছে, ‘অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই কার্যকর হবে।‘ আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই নিয়ে এবার রাজভবনকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles