‘ওদের বিশ্বাস করা ঠিক নয়’, ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ
'It's not right to trust them', Dilip again raises voice against Pakistan

Truth Of Bengal: ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছেন দিলীপ। নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে এসে তিনি বলেন, ‘ওদের বিশ্বাস করা ঠিক নয়’। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন তিনি?
‘ওদের বিশ্বাস করা ঠিক নয়’, ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ pic.twitter.com/DiydSsArQ1
— TOB DIGITAL (@DigitalTob) May 12, 2025
ভারত-পাক বৈঠক নিয়ে এদিন দিলীপ বলেন, ‘পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয়। সিমলা থেকে সব চুক্তিই লঙ্ঘন করেছে। ওদের বিশ্বাস করা ঠিক নয়। ভারত যোগ্য জবাব দিয়েছে। তুরস্কের ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, ওই একই ড্রোন আমাদের সেনা মাঝপথে ধ্বংস করে নামিয়ে দিয়েছে।’
সেই সঙ্গে তিনি বলেন, দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ বন্ধ হয়েছে। সরকার এটা নিয়ে পরে নিশ্চই কিছু বলবে। জনতা এখনও চায় বাঁশ থাকবে না বাঁশিও বাজবে না। এরকম পদক্ষেপ নেওয়া উচিত। আজাদ কাশ্মীর আজ না হয় কাল আমাদের দখলে আসবেই। বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক।
কারণ তাহলে আর্থিক মন্দা তৈরি হয়। বাজার নষ্ট হয়। বিভিন্ন দেশের যুদ্ধে ইউরোপ, আমেরিকা আর্থিকভাবে ধাক্কা খেয়েছে। ভারতের মতো বড় এবং দায়িত্বশীল দেশ অনেক কিছু বিবেচনা করে এগোচ্ছে। তাই আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।