বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অ্যাক্টিভিটিস ফোরাম-এর
World Disability Day

The Truth of Bengal: বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অ্যাক্টিভিটিস ফোরাম-এর। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা ফুটিয়ে তোলা ও সচেতনতার বার্তা তুলে ধরা হল মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতা ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। দিনটি পালনে বিশেষ ভাবনা ডিজঅ্যাবিলিটি অ্যাক্টিভিটিজ ফোরাম ওয়েস্ট বেঙ্গল-এর। সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য কাজ করে আসছে প্রতিবন্ধী অ্যাক্টিভিটিস ফোরাম পশ্চিমবঙ্গ। ১৯৯৬ সালে গঠিত হয় এই ফোরাম। এরপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শারীরিক ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার পাশাপাশি সচেতনতার বার্তা বহন করে চলেছে।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এদিন শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ডিজঅ্যাবিলিটি অ্যাক্টিভিটিজ ফোরাম। নাচ-গান, আবৃত্তির মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু থেকে প্রাপ্তবয়স্কদের প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ দেওয়া হয়। তারাও যে সমাজে পিছিয়ে নেই, সেই বার্তাই বহন করছে আজকের এই আয়োজন। সারা বছর বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কাজ করে চলেছে এই সংগঠন। সংস্থার তরফে ইনস্টিটিউ অফ ডেভেলপমেন্ট স্টাডিস-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নন্দিনী ঘোষ জানান, বিশেষ চাহিদাসম্পন্নদের অনেক অধিকার আছে সমাজে।
কী সেই অধিকার। সেটাই তুলে ধরা হয় মানুষের কাছে। শারীরিক সমস্যা থাকলেও সুযোগ পেলে তারাও অনেক কিছু করতে পারে। সেটাই জানানো হয় মানুষকে। বিগত বছরগুলিতে ডিজঅ্যাবিলিটি অ্যাক্টিভিটিজ ফোরাম ওয়েস্ট বেঙ্গল একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দিতে বদ্ধপরিকর এই ফোরাম। বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় পথচলতি সাধারণ মানুষ।