কলকাতা

‘আমি বেইমান নই’, কাদের উদ্দেশ্যে এই কথা বললেন অভিষেক

'I am not dishonest', to whom did Abhishek say this?

Truth Of Bengal: জয় চক্রবর্তী: “বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছে। আমি বেইমান নই। গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে” সমস্ত জল্পনা কল্পনায় রীতিমতো জল ঢেলে দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল।

বিরোধী শিবির শুধু নয় দলের কিছু ক্ষেত্রে এই বিষয়টি চর্চার ক্ষেত্রে হিসাবে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সভায় স্পষ্ট বার্তা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিপ্রেক্ষিত ছিল আলাদা। শারদ পাওয়ার কে ক্ষমতাকচ্যুত করতে অজিত পাওয়ারকে কাজে লাগিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সফলও হয়েছিল। কিন্তু বাংলার মাটি যে অন্য কথা বলে, বাংলার রাজনীতি যে ভিন্নমত পোষণ করে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবর্ত মমতা- অভিষেকের ঐক্যে কথা বলে তার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ঠারে ঠারে বুঝিয়ে দিবেন তৃণমূল কংগ্রেস থেকে নিন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

“বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে বাংলায় নতুন দল আসছে। বাংলার একাংশ সংবাদ মাধ্যম এই ধরনের খবর প্রচার করছে। খবরে দেখানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট দিয়েছে। ‌ দুই জাগায় নাম লিখেছে। কে এই অভিষেক তা স্পষ্ট করেনি। বিজেপি যেমন ভাববাচ্ছে কথা বলে তেমনি ইডি সিবিআই তাই বলছে। ওরা ভয় পেয়েছে” স্পষ্ট বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

পাশাপাশি অভিষেক জানান,”আমি কথা পাল্টাই না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন দুর্নীতি প্রমাণ দিতে পারবে? কোন চার্জশিট দিতে হবে না। ফাসির মঞ্চ তৈরি রাখবেন। ‌ আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করবো।” গতবার একুশে জুলাই এর মঞ্চ থেকে অভিষেক বার্তা দিয়েছিলেন দলের বিভিন্ন বিষয়টা তিনি পর্যবেক্ষণ করছেন। নেতাজি ইন্ডোরের সভা থেকেও প্রায় সেই ধরনেরই বার্তা দিলেন। ‌”বিগত দিনের যারা দলের সাথে বেইমানি করেছে সেই মুকুল রায় শুভেন্দু অধিকারী কে আমি চিহ্নিত করে দল থেকে বের করে দিয়েছিলাম। অনেকেই দলের শৃঙ্খলা না মেনে সংবাদমাধ্যমে বিভিন্ন কথা বলছেন। এমন করবেন না। দলের কর্মী কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে না” সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তিনি আরও বলেন, “যদি কেউ দলকে ভালবাসেন তাহলে সে কোনদিন দলকে ছোট করবে না।” এর পাশাপাশি জনমানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের বার্তা দিয়ে অভিষেক নেতাজি ইন্ডোরের সভা থেকে সতর্ক বার্তা দেন,”নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন না। আমি এমপি, আমি এমএলএ দেখো আমার কত ক্ষমতা। এটা করে দলকে ছোট করছেন।” তবে এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কড়া নজর রাখছেন তা নিজের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন।”একদিকে ভালো হয়েছে। এতে এই ধরনের মানুষদের চিহ্নিত করা গিয়েছে। কতদিনে যারা দলের সাথে বেইমানি করেছিল তাদের চিহ্নিত করার কাজ আমি করেছিলাম। এরপর যদি কেউ বেইমানি করে তাহলে তাদের প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্ব আমি নিলাম” চাঁচাছোলা ভাষায় কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি অভিষেক এখন থেকেই আগামী বছরের নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

Related Articles