কলকাতা

পথসাথী প্রকল্পের আওতায় কলকাতা পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে  স্বাস্থ্যকর শৌচাগার উদ্বোধন

Hygienic toilet inaugurated in Ward No. 30 of Kolkata Municipality under Pathasathi Project

Truth Of Bengal: সামনেই নববর্ষ। এরআগে স্থানীয় বাসিন্দাদের দেওওা হল উপহার।  ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পথসাথী প্রকল্পের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ শৌচাগার ও বাথরুম নির্মাণ করা হয়েছে।

এই প্রকল্পটি ৩০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মাননীয়া শ্রীমতি পাপিয়া ঘোষ (বিশ্বাস)-এর সহযোগিতায় এবং বরো ফান্ডের আর্থ্যানুকূলে সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে  কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা ৫৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ও উত্তর কলকাতা INTTUC-র সভাপতি মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয়ের উদ্যোগে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

বলা বাহুল্য,  বাংলার নববর্ষের উপহার স্বরূপ এই প্রকল্পটি জনসাধারণের জন্য উৎসর্গ করলো রাজ্য সরকার।  এই উদ্যোগ স্থানীয় মানুষদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থার এক নতুন দিশা প্রদান করবে। সেইসঙ্গে স্বাস্থ্যকর শৌচাগার তৈরি হওয়ায় বেশ খুশি ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

Related Articles