চালু হতে চলেছে হাওড়া-সল্টলেক মেট্রো, কত টাকায় পৌঁছবেন জানেন?
Howrah-Salt Lake Metro is about to be launched, do you know how much it will cost?

Truth Of Bengal: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরোটাই এবার চালু হতে চলেছে। ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার (CRS)-এর ছাড়পত্র এসে গিয়েছে। এখন শুধু দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা। অনুমান করা হচ্ছে, মে মাসের মাঝামাঝি সময়েই যাত্রীরা এই রুটে মেট্রো ধরে ৩৫ মিনিটে হাওড়া থেকে সল্টলেক পৌঁছে যেতে পারবেন। এতদিন এই দূরত্ব বাস বা অন্য পরিবহণে যেতেই দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগত, তাই এই নতুন পরিষেবা শহরবাসীর জন্য এক বিশাল স্বস্তির কারণ হতে চলেছে।
এই রুটে মোট দূরত্ব ১৬.৫ কিমি এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ধাপে ধাপে—প্রথম ২ কিমির জন্য ভাড়া ৫ টাকা,২ থেকে ৫ কিমি পর্যন্ত ১০ টাকা,৫ থেকে ১০ কিমি ২০ টাকা এবং ১০ থেকে ২০ কিমি পর্যন্ত ৩০ টাকা। অতএব, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যেতে যাত্রীদের ৩০ টাকা ভাড়াই দিতে হবে।
এই মেট্রো রুটটি এতদিন দুটি ভাগে বিভক্ত ছিল— হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ। কিন্তু এবার এই দুই অংশ একত্রিত হয়ে গেলে পূর্ণ রুটটি সম্পূর্ণরূপে চালু হবে। ফলে এক ধাক্কায় যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন মেট্রো আধিকারিকরা। কর্মীদের সংখ্যা বাড়ানো, নিরাপত্তা, স্টেশন পরিচালনা, টিকিটিং ইত্যাদি দিকেও জোর দেওয়া হচ্ছে।
জেলার মানুষ, যারা আগে লোকাল ট্রেনে হাওড়া বা শিয়ালদহ এসে বাসে করে অফিস বা অন্যান্য জায়গায় যেতেন, তারাই এবার সরাসরি মেট্রো ধরে গন্তব্যে পৌঁছতে পারবেন। এতে করে সময় যেমন বাঁচবে, তেমনি যাত্রাও আরও আরামদায়ক হবে।
সিআরএসের ছাড়পত্র ইতিমধ্যেই পাওয়া গেছে, শুধু কিছু পর্যবেক্ষণ ও ছোটখাটো সংশোধনের কাজ বাকি। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন, তাহলে তাঁর সময় অনুযায়ী উদ্বোধনের দিন নির্ধারিত হবে। তবে সেটি না হলেও, মে মাসের মাঝামাঝি থেকেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।