কলকাতা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়া রেল পুলিশ আধিকারিকের

Howrah Railway Police officer dies in tragic road accident

Truth Of Bengal: বৃহস্পতিবার ভোরে কলকাতার পোস্তা থানা এলাকার কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে মালোপাড়া মোড়ের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। মৃতের নাম সন্দীপ দাস (৩৮)। তিনি হাওড়া রেল পুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দীপ দাস মোটরবাইকে যাচ্ছিলেন, তখন পিছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। লালবাজারের ট্র্যাফিক বিভাগের ফেটাল স্কোয়াড ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও দুর্ঘটনাস্থলের সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েনি, তবে আশপাশের ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপ দাস আগে ব্যান্ডেল জিআরপিতে কর্মরত ছিলেন, এবং এক মাস আগে তাঁকে কোনও অনিয়মের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সন্দীপ দাসের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles