দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোড়া থাকবে বুথ,কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জানেন?
How many companies in the district know the central force

The Truth of Bengal: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে। প্রথম দফার মত দ্বিতীয় দফাতেও থাকছে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে তার রুপরেখা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে থাকছে কুইক রেসপন্স টিম। কমিশন সূত্রে খবর প্রথম দফার থেকে দ্বিতীয় দফা তে কুইক রেসপন্স টিম (কিউআরটি) বাড়ানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুর: কেন্দ্রীয় বাহিনী থাকছে ৭৩ কোম্পানি, ইউ আর টি – ৭৩
দার্জিলিং – কেন্দ্রীয় বাহিনী ৫১ কোম্পানি, কিউ আর টি ৫০
কালিম্পং – কেন্দ্রীয় বাহিনী ১৬ কোম্পানি, কিউ আর টি -১৫
রায়গঞ্জ – কেন্দ্রীয় বাহিনী ৬০ কোম্পানি, কিউআরটি- ৬০
ইসলামপুর- কেন্দ্রীয় বাহিনী ৫১ কোম্পানি, কিউআরটি – ৫১
দ্বিতীয় দফায় তিনটি লোকসভা কেন্দ্রে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ২৭২ কোম্পানি। কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে ২৭২। প্রথম দফায় দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফাতেও সেই শান্তির আবহ বজায় রাখতে সচেষ্ট নির্বাচন কমিশন। এদিকে তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসছে আরো ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দু-তিন দিনের মধ্যে এই বাহিনী এসে পৌঁছবে রাজ্যে। রাজ্যে এই মুহূর্তে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরো ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০৬ কোম্পানি।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে তৃতীয় দফার কেন্দ্রীয় বাহিনী বন্টনের কাজও প্রায় সম্পন্ন। তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে।জঙ্গিপুরে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৬৪ কোম্পানি। জঙ্গিপুরে কিউআরটি থাকবে ৬৩। মালদা জেলায় মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে ১৪৪ কোম্পানি। মালদা জেলায় কিউআরটি থাকবে ১৪৩। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী ১১৪ কোম্পানি। মুর্শিদাবাদে কিউআরটি সংখ্যা ১১৩। কৃষ্ণনগর পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী ১২ কোম্পানি। কিউআরটি ১২। তৃতীয় দফা তে মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে ৩৩৪ কোম্পানি ও কিউআরটি ৩৩১।এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদের অতিরিক্ত এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।