
Truth Of Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদ আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিবদ্ধ করার সময়সীমা বাড়িয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা কোনও রকম জরিমানা ছাড়া অনলাইনে নাম নথিবদ্ধ করতে পারবে। বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছেন। বোর্ডের তরফে বিভিন্ন স্কুলের কাছে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিবদ্ধ করার সময়সীমা বাড়লো কতদিন? জারি বিজ্ঞপ্তি pic.twitter.com/DDnTTiEAWF
— TOB DIGITAL (@DigitalTob) December 16, 2024
নাম নথিবদ্ধ করার সমসীমা বাড়ানোয় সুবিধা হবে অনেক পরীক্ষার্থীর। কারণ নানা কারণে এখনও অনেক পরীক্ষার্থী নাম নাম নথিবদ্ধ করতে পারেনি। তাদের সুবিধার জন্য বোর্ডের তরফে সেই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ২১ ডিসেম্বর। যা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।