কলকাতা

বড়বাজার অগ্নিকাণ্ডে গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার

Hotel owner and manager arrested in Barabazar fire incident

Truth Of Bengal: বড়বাজারের মেছুয়াবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে পরিস্থিতি ক্রমশ গম্ভীর হয়ে উঠছে। দেড় দিনের মাথায় এই ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল — হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই গ্রেফতারি তদন্তে এক নতুন মোড় আনতে চলেছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়, যখন আচমকাই মদন মোহন মেছুয়াবাজারের ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়েই দমকলের ১০টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। জানা যায়, হোটেলটিতে ৪২টিরও বেশি ঘর ছিল, যার অধিকাংশ ঘরে জানলা ছিল না। এর ফলে আগুন লাগার পরে ঘরের মধ্যে দ্রুত ধোঁয়া জমতে শুরু করে এবং ভিতরে থাকা মানুষজন আটকে পড়েন। একদিকে যেখানে আবাসিকরা প্রাণভয়ে ছটফট করছেন, অন্যদিকে দমকলকর্মীদের ভিতরে প্রবেশ করাটাই হয়ে ওঠে চরম কঠিন।

প্রায় আট ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে ২৫ জনকে উদ্ধার করা গেলেও, এই দুর্ঘটনায় ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই হোটেলের মালিক পলাতক ছিলেন। তবে শেষমেশ বৃহস্পতিবার ভোরে তাকে ও ম্যানেজারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অগ্নিকাণ্ডের সূত্রপাত, কারণ ও দায়ীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই পুর কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন উঠছে, হোটেলের ফায়ার লাইসেন্স আদৌ ছিল কি না? হোটেলের ভিতরে বার চালু করা হচ্ছিল কি বেআইনিভাবে? প্রশাসনের অগোচরে এমন বেআইনি নির্মাণ ও ব্যবসা কীভাবে চলছিল?

এখন তদন্তের মূল ফোকাস এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া। মৃতদের মধ্যে এখনও দুইজনের নাম-পরিচয় জানা না গেলেও, তাদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

Related Articles