কলকাতা
চলন্ত সরকারি বাতানুকূল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! দেখুন ভিডিয়ো
Horrific fire breaks out in a moving government air-conditioned bus! Watch the video

Truth Of Bengal: সপ্তাহ শুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পাইকপাড়া মোড়ে চলন্ত সরকারি বাতানুকূল বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষন চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন। বাসে দাউদাউ করে আগুন লাগার ঘটনা এখন সমাজমাধ্যমে ভাইরাল।
চলন্ত সরকারি বাতানুকূল বাসে ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ড! দেখুন ভিডিয়ো pic.twitter.com/oFvOaEN0Qj
— TOB DIGITAL (@DigitalTob) April 7, 2025
WB051154 বেলঘড়িয়া ডিপোর গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় বলে দাবি। প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ায় কিছু সংখ্যক যাত্রী হতাহত হয়েছে।