কলকাতা

অপারেশন সিঁদুরকে শ্রদ্ধা, হগ মার্কেটে ‘মেরা ভারত মহান’ থিমের বিশেষ শাড়ি

Hog Market pays tribute to Operation Sindoor with special sarees with 'Mera Bharat Mahan' theme

Truth Of Bengal: অপারেশন সিঁদুরকে শ্রদ্ধা জানিয়ে এক অনবদ্য পদক্ষেপ। দেশপ্রেমের এক অনন্য নিদর্শন হিসেবে কলকাতার হগ মার্কেটের জি-২১ শাড়ির দোকানে একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়ি প্রদর্শিত হচ্ছে। এই শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি, সিতার এবং ভারতের বিভিন্ন স্থাপত্যিক নিদর্শন।

এছাড়াও শাড়িতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিঁদুরের স্টিকার এবং একটি ছোট সিঁদুরের পাত্রও রাখা হয়েছে, যা সাম্প্রতিক সেনা অভিযানকে সম্মান জানাচ্ছে।

এই শাড়ির ডিজাইনার চাহাত এসরানি, যিনি তার ভাইয়ের সাথে এই দোকানের মালিক। মাত্র দুই দিনেই এই জটিল নকশা সম্পন্ন করেছেন। দোকান মালিকরা জানিয়েছেন যে এই শাড়িটি বিক্রি করা হবে না, বরং এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে—সীমান্তে যুদ্ধরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে। এই যুদ্ধকালীন সময়ে, এই উজ্জ্বল শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের সাক্ষ্য দিচ্ছে, যা জাতির প্রতিরক্ষা শক্তিকে আরও সুদৃঢ় করে।

Related Articles