কলকাতারাজনীতিরাজ্যের খবর
Trending

সোমবার ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, জমি সংক্রান্ত রিপোর্ট পেশের তত্পরতা

High level meeting in Nabanna again on Monday, readiness to present report regarding land

The Truth Of Bengal:  রাজ্যে সরকারি জমি জবর দখল করা কোনওমতেই চলবে না।কারণ বাংলার উন্নয়নের স্বার্থে প্রশাসন সরকারি জমি উপযুক্ত ব্যবহার করার চেষ্টা করছে।

ল্যান্ড ব্যাঙ্ক করে সরকার   শিল্প-বাণিজ্য থেকে উন্নয়নের পরিকাঠামো নির্মাণ করছে।এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,বেশ কিছু এলাকায়  অকারণে জমির জবরদখল হচ্ছে।যার জন্য রাজ্য সরকারের বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে।কেন আমলাদের গাফিলতির কারণে সরকার বদনাম নেবে,সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন,এই ধরণের বেআইনি কাজ   বাংলার সরকার মানবে না।

সরকার যে কোনও বদনামের ভাগিদার হবে না তা   সবস্তরের প্রতিনিধিদের স্পষ্ট করেছেন তিনি। সরকারি জমির   কত রয়েছে তা সোমবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সচিব থেকে জেলাশাসকদের।তাই এখন প্রশাসনিক স্তরে সর্বোচ্চ তত্পতা রয়েছে।সোমবার রিপোর্ট দেখার পর মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন তাই দেখার।

Related Articles