ফের বৃষ্টির ঘনঘটা রাজ্য জুড়ে! বৃষ্টিতে ভিজবে দক্ষিরবঙ্গের একাদিক জেলা
Heavy rains lash the state again! Several districts of South Bengal will be drenched in rain

Truth of Bengal: সোমবারও ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পুর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবারও সেই ধারা অব্যাহত থাকবে। সোমবার বিকেলের পর থেকে আকাশ কালো করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে আসতে পারে বৃষ্টি।
সোমবার থেকে টানা চারদিন ভিজবে দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টির অধিক সম্ভাবনা হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টির জেরে আগামী তিন চারদিন অনেকটাই তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে সাধারণ মানুষ। সোমবার কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও এখন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।