শিশু নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপ স্বাস্থ্যভবনের, জারি নতুন নির্দেশিকা
Health department takes strict action against child abuse cases, issues new guidelines

Truth Of Bengal: শিশু নির্যাতনের ঘটনায় পকসো (POCSO) আইন মেনে শারীরিক পরীক্ষায় আরও কড়াকড়ি করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন। রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ এবং জেলা স্বাস্থ্য অধিকর্তাদের কাছে একটি কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে।
আগেও এই নিয়ম ছিল, তবে এবার আরও কঠোরভাবে তা মানার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যদি কোনও শিশু যৌন হেনস্তার শিকার হয়, এবং তার পরিবার কোনও কারণে পুলিশে অভিযোগ না-ও করে, তবুও শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে মেডিক্যাল পরীক্ষা করতে হবে।
এই পরীক্ষায় অবশ্যই একজন মহিলা চিকিৎসক থাকতে হবে। প্রতিটি হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের ঘটনার জন্য মহিলা চিকিৎসক প্রস্তুত থাকবেন। পরীক্ষার সময় শিশুর পরিবারের কেউ উপস্থিত থাকতে হবে। যদি পরিবারের কেউ না থাকেন, তবে পরিবার যে কাউকে বিশ্বাস করে, এমন কাউকে উপস্থিত থাকতে হবে। তা না হলে পরীক্ষা করা যাবে না।
চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনও মেয়ে শিশুর পরিবারের কেউ বা বিশ্বাসভাজন কেউ উপস্থিত না থাকতে পারেন, তাহলে ওই হাসপাতালের পকসো বোর্ডের কোনও মহিলা চিকিৎসকের উপস্থিত থাকা বাধ্যতামূলক।
স্বাস্থ্যভবন জানিয়েছে, গত কিছুদিন ধরে নিয়ম না মানার অভিযোগ পাচ্ছিল তারা। সেই কারণেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু মেডিক্যাল কলেজ ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ নয়, শিশু অধিকার কমিশনের ডিরেক্টর, মানসিক স্বাস্থ্য বিভাগের বিশেষ সচিবসহ একাধিক সরকারি স্তরেও এই চিঠি পাঠানো হয়েছে।