কলকাতা

‘জিএসটি খাতে হয়েছে আয় সংগ্রহ বৃদ্ধি’, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

'GST revenue collection has increased', says CM in a tweet

Truth Of Bengal: বঙ্গের অর্থনীতিতে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যকলাপের প্রসার স্পষ্টভাবেই প্রতিফলিত হচ্ছে রাজস্ব আয়ের পরিসংখ্যানে। রাজ্য সরকারেরে দেওয়া তথ্য অনুসারে, গত অর্থ বছরের জানুয়ারির তুলনায় এই বছর রাজ্যের জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আর তা নিয়ে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, ‘ জিএসটি-তে আমরা পূর্ববর্তী বছরের তুলনায় ৪৮০৮ কোটি টাকা বেশি সংগ্রহ করেছি।  যা ১১.৪৩% বৃদ্ধি। এটি জাতীয় স্তরের (৯.৪৪%) চেয়ে ২% বেশি।‘ সেইসঙ্গে মমতা আরও লেখেন,’ নিবন্ধন ও স্ট্যাম্প ডিউটিতে, নিবন্ধিত দলিলের সংখ্যা ৬০ হাজার বৃদ্ধি পেয়েছে। তাতে ২০২৪-২৫ সালে সংগ্রহ পূর্ববর্তী বছরের তুলনায় ১৯০৮ কোটি টাকা বেশি হয়েছে।‘

রাজ্যের এই উন্নতি জন্য অর্থ দফতরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই তথ্য  প্রমাণ করে যে আমাদের প্রশাসন বাংলার মানুষের কল্যাণে রাজ্যের অর্থ ব্যবস্থাকে সুবিন্যস্ত করতে বদ্ধপরিকর।আমাদের অর্থ দফতরকে জানাই অভিনন্দন।আসুন, আমরা শক্তিতে শক্তিতে অগ্রসর হই।‘

Related Articles