কলকাতা
নতুন কর তুলতে পারবে না গ্রাম পঞ্চায়েত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর নবান্ন
Gram Panchayats will not be able to collect new taxes, Nabanna takes action after Chief Minister's order

জয় চক্রবর্তী: নবান্নের অনুমতি ব্যতীত গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ কোন কর ধার্য করতে যেমন পারবেনা তেমন তুলতেও পারবেনা। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর হয়ে ওঠে নবান্ন।
অর্থ দফতর থেকে গাইডলাইন দেওয়া। রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর থেকে জেলাশাসকদের ইতিমধ্যেই সেই গাইডলাইন পাঠানো হয়েছে। অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কর ধার্য বা তোলা যাবেনা। পাশাপাশি জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিবের। গাইডলাইন মানতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।।