মেয়াদ শেষের আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল
Governor removes Jadavpur University Vice-Chancellor before end of tenure

Truth Of Bengal: অবসরের চারদিন আগে সরানো হল যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে। ইতিমধ্যেই রাজভবনের তরফে এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আর সেখানে বলা হয়েছে, ‘অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই কার্যকর হবে।‘ আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মেয়াদ শেষের আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল pic.twitter.com/9kO7kFgDN1
— TOB DIGITAL (@DigitalTob) March 28, 2025
বলা বাহুল্য, চলতি মাসের ৩১ তারিখ অবসর গ্রহণ করার কথা ভাস্কর গুপ্তের । তবে তার আগেই, ২৭ মার্চ অর্থাৎ গতকাল রাজভবনের তরফে উপাচার্যকে চিঠি পাঠানো হয়েছে। কী কারণে অবসরের আগেই যাদবপুরের উপাচার্য থেকে ভাস্কর গুপ্তকে সরান হল তা এখন স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যাদবপুরের অশান্তির জেরেই রাজভবনের তরফ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, ভাস্কর গুপ্তকে উপাচার্য পদ থেকে সরানোর ফলে নতুন করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে কে হবেন যাদবপুরের পরবর্তী উপাচার্য সেটাই এখন মূল দেখার বিষয়।