রাজ্যের অশান্ত এলাকাগুলির মানুষদের সাহায্যার্থে রেড ক্রসকে পথে নামার নির্দেশ রাজ্যপালের
Governor orders Red Cross to hit the streets to help people in troubled areas of the state

Truth Of Bengal: নতুন ওয়াকফ আইন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে অশান্তির ছবি। মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ানে উত্তেজনা ছড়িয়েছে। এর প্রভাব ছড়িয়েছে মালদহ জেলাতেও। যদিও বর্তমানে পুলিশের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে প্রশাসনের তরফে সতর্ক নজর রাখা হচ্ছে প্রতিটি সম্ভাব্য অশান্ত এলাকায়।
এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ফের শান্তির বার্তা দিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। পাশাপাশি, অশান্ত অঞ্চলের মানুষজনের পাশে দাঁড়াতে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার রাজভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে, অশান্ত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে বলা হয়েছে রেড ক্রসকে।
সেইসঙ্গে ড. এসকে পট্টনায়ক ও সন্দীপ রাজপুতকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এসকে পট্টনায়ক বর্তমানে রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান। রেড ক্রসের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে — ৯৭৩২৫২৪৩৭৭ এবং ৮০১৩৩৪৪৩১৮।
রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় কয়েকদিন আগে। পুলিশের সক্রিয়তা এবং হাই কোর্টের নির্দেশে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এখন অনেকটাই শান্ত পরিস্থিতি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে অশান্ত এলাকা পরিদর্শন করেছেন।
রাজ্যপাল জানিয়েছেন, মানুষের কষ্টের কথা ভেবেই তিনি এই ত্রাণ উদ্যোগ নিয়েছেন। তিনি জেলার রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন এবং তাঁদের উপর শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়েছেন। এদিকে, বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেও ছড়িয়েছে কিছুটা উত্তেজনা।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন সাংসদ ইউসুফ পাঠান ও আবু তাহের খান। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা, শান্তি বিঘ্নিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।