দুই মাসের মধ্যে চাকরি হারাদের চাকরির ব্যবস্থা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Government will provide jobs to jobless people within two months, announces Chief Minister

Truth Of Bengal: যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছে রাজ্য সরকার। তাদের চাকরির নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তাদের নিশ্চিন্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী দু মাসের মধ্যে যোগ্য চাকরিহারাদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার। তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই।
যোগ্যরা সুবিচার পাবেন ঘোষণা মুখ্যমন্ত্রীর। অযোগ্যদের দায় কোনোভাবেই যোগ্যদের ঘাড়ে ঠেলে দেওয়া ঠিক নয়। যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার তারা। রাজনীতির কারবারীরা ষড়যন্ত্র করেছে। তার পরিণতি এই রায়। আদালতে ভুল বোঝানো হয়েছে। সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
বাম আমলের অনেক অনিয়মের প্রসঙ্গ উথাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ৩৪ বছরে রাজ্যে অনেক অনিয়ম হয়েছে। যেহেতু স্লোগান ছিল বদলা নয় বদল চাই তাই কোন ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা ষড়যন্ত্র করে এত মানুষের চাকরি বাতিলের পথ সুগম করেছে তাদের মানুষ চিনে নেবে। মুখ মুখোশ চেনার সময় এসেছে।