বিদেশের বন্দুকবাজের ছায়া নিউটাউনে, ছুরি হাতে সহকর্মীদের কোপ, দেখুন ভিডিও
Foreign gunman's shadow in Newtown, knife-wielding colleagues attacked, watch video

Truth Of Bengal: ছুটি নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদ। তার জেরেই সহকর্মীদের উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক সরকারি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন ৩ কর্মী। বৃহস্পতিবার নিউটাউনের এই ঘটনায় রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিদেশের বন্দুকবাজের ছায়া নিউটাউনে, ছুরি হাতে সহকর্মীদের কোপ, দেখুন ভিডিও pic.twitter.com/VJkYy4Xde0
— TOB DIGITAL (@DigitalTob) February 6, 2025
বৃহস্পতিবার দুপুরে রাস্তায় রক্তাক্ত ছুরি নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় অভিযুক্ত সরকারি কর্মীকে। ঘটনাটি ঘটেছে নিউটানের সরকারি কারিগরি ভবন এলাকায়। ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত নিউটাউনের কারিগরী ভবনের এক কর্মী বলে জানা গিয়েছে। কিন্তু তিনি কোন বিভাগের কর্মা তা এখনও জানা যায়নি। সহকর্মীদের সঙ্গে ছুটি নিয়ে ওই ব্যক্তি বিবাদে জড়িয়ে পরেন। এই সঙ্গে ফাইল আটকানোর অভিযোগও উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে। সেই সঙ্গে আরও অভিযোগ উঠেছে, এসবের জেরেই দফতরের তিন সহর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এরপর ছুরি হাতেই তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। কিন্তু সত্যতিই কি ছুটি নিয়ে বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? নাকি মানসিক সমস্যা রয়েছে ওই ব্যক্তির! সেই সবটা খতিয়ে দেখছে নিউটাউন পুলিশ।